টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের মায়ের ইন্তেকাল
শেখ রাজীব হাসান, গাজীপুর:
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (টঙ্গী) এম.এ হায়দার সরকারের মা আনোয়ারা বেগম (৮০) রোববার সন্ধ্যা ৭টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা শেষে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি,গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড.আজমত উল্লা খান,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এড. মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম.আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, নূরুল ইসলামসহ টঙ্গী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।